বাবার মানত হিসাবে বাবা মারা যাওয়ার দশ বছর পরে আমি ও আমার মা পীরের উরশে আইলাম এই শহরে। এই পীরের ভক্ত লাখ লাখ, আমার বাবা এই পীরের মুরীদ আছিলেন। আমি তহন ছোট।দশ বছর আগে বাবা মারা যাওয়া সময় আমার বড় বোন ছিল তার পরে ওর বিয়ে হয়ে যায়, অগোর পরিবার অবশ্য এই পীরালি তে বিশ্বাস করে না। মফস্বল শহর তাই অনেক আগে থাইক্ক্যাই আমি কায়দা করে ভাল হোটেলটি বুকিং দিইয়া রাখছিলাম। মায় রে জিগাইছিলাম
কয়টা রুম নিতাম ?
মা অবাক হইয়া কইল -কি রে তুই আমি এক রুমে থাহুম এইহানে আবার কয়ডা রুম মানে !!!
তাই একটি ডাবল রুম লইলাম।
মুল ওরশের শুরু আরো দুই দিন পরে। আজগা পীরের ভক্ত রা আলোচনা করবে, পীরের দেখা হবে ৩য় দিন (পীরের ছেলে) , বাবা ছিলেন এই পীরের বাবার মূরীদ। তিনি মারা গেছেন আজ চার বছর হলো।
আমাগোর ইচ্ছা আছিল যে পৌছতে বিকাল হইয়া যাবে ওরশ স্থলে, তার আগে হোটেলে উইঠা গোসল ও খাওয়া দাওয়া সাইরা আমরা মাজার স্থলে যামু।
আমার মায় ধার্মিক মহিলা, গ্রামের । বড় বাড়ী, আমাদের বাপ চাচারা যে যার ইস্যা তে বসবাস করতাছে। এত বড় বাড়ী কিন্তু আমাদের ঘরে দেখা যায় দিশ শেষে শুনশান নিরবতা। একমাত্র পুরুষ হওয়াতে আমি ও আমার মা এই দুইজন যেন সন্ধ্যার পরে অন্য গ্রহের বাসিন্দা। আমি মায়ের সেবা করি, মা রে কষ্ট দিতে চাই না, তাই পড়াশোনা করি.
এলাকার মাতবরের তিন নম্বর পুলাডা সেভেনে পড়ে, মাতবর বউ মায়রে অনেক রিকোয়েস্ট কইরা আমারে দিয়া টিউশনি করাইতে রাজী করাইছে, আর করতাছি আজগা প্রায় তিন বছর ধইরা, আমার খুব ভাল মতে হাত খরচ চইলা যায়। তাই কলেজে যাওয়া আর ঘর গৃহাস্থলীর কাজে মায়রে সাহায্য করি। চাচা চাচিরা মা রে বলেন- আয়েশা তোমার সম্পত্তি ঘর জমি আছে একটামাত্র পুলারে বিয়া করাইয়া বউ আনো।
– না ও আগে লেখা পড়া করুক, ওর বাপের ইচ্ছা অনুযায়ী। মায়ের এই একরোখা সিদ্ধান্ত জানে সবাই, চেঞ্জ হবে না, তাই এই কথা আর কেউ বলে না।
আমরা মফস্বল শহরে পৌছাতে পায় বাইজা গেছেগা রাত আট তার মত, শহরের শুরুতেই পাঁচ কিলোমিটার এর মত লম্বা জ্যাম, সারা দেশ হইতে লোক আইছে। এর মধ্যে গরমের এই সময়ে বড় অস্থির লাগছে।
প্রায় এক কিলমিটার এর মত স্বল্প ভীড় ঠেলে ঠেলে মুল মঞ্চের দিকে যাইতেতে দেখলাম প্রচন্ড ভিড়, জিকির আর মাহফিল চলতাছে। বয়ান করতাছে পীরের কোন এক নাতী হবেন মনে হয়। ঠেলা ঠেলিতে আমাদের দাঁড়াইয়া থাকাই দায়, এখানে অনেক ছেলেই আইছে মা রে নিয়া, কেউ স্ত্রী রে নিয়া।
Read more “আমি মা রে চিৎ করাইয়া দিলাম দিয়া কইলাম দেও তোমার পেটে মুখ ঘষি”