অঞ্জলী ও তার ভৃত্য দক্ষিন কলকাতার অভিজাত অঞ্চলের একটি বাড়ি | বাড়ির কর্তা বিকাশবাবু ব্যাঙ্ক অফিসার | গৃহবধুর নাম অঞ্জলী | বয়স পয়ত্রিশ | ভারী সুন্দর চেহারাটি | লম্বা, ফর্সা, সুগঠিতা, মুখ জোড়া লাবন্য, একটা নিষ্পাপ সরলতার ছোঁয়া | ছোট্ট পরিবার – স্বামী, স্ত্রী আর তাদের দুই ছেলেমেয়ে | ছেলেমেয়েরা ছোট | মেয়ে পড়ে ক্লাস সিক্সে, ছেলে ওয়ানে | বাড়ির রান্না অঞ্জলী নিজেই করে, অন্য সবকিছু করবার জন্য একটি ছেলে আছে, তার নাম মন্টু, বয়স হবে ১৮ | ঘর ঝাঁড়পোছ, কাপড় কাচা, বাসন মাজা, টুকিটাকি দরকারে এটা সেটা দোকান থেকে এনে দেওয়া – এ সব কিছুই ও করে | ওদের বাড়ির সার্ভেন্ট কোয়ার্টার এ মন্টু থাকে | অঞ্জলী ওকে কাজের লোকের মতন ভাবেই না, বাড়ির ছেলের মতন করেই রাখে | খুব ভালোবাসে মন্টুর মিষ্টি সরল স্বভাবটার জন্য | মন্টু থাকায় অঞ্জলীর খুব সুবিধা | রান্না করবার সময়তে হাতে হাতে জিনিস এগিয়ে দেয়, তরকারী কুটে দেয় | কাজকর্ম হয়ে গেলে মন্টুর সাথে গল্প করে সময়টা সুন্দর কাটে অঞ্জলীর | কখনো একা লাগেনা | মন্টুর ও ভীষণ ভালো লাগে অঞ্জলীকে | ‘মাসী তুমি’ বলেই সম্বোধন করে | এত সুন্দর ব্যবহার, এত স্নেহ ও কোথায় পাবে ? মন্টু ঠিকই করে ফেলেছে যে এ বাড়ি ছেড়ে ও অন্য কথাও কাজ করবেনা | মন্টুর তখন যা বয়স, সে সময়তে নারীশরীর নিয়ে আগ্রহ, কৌতুহল – এ সব থাকাটাই স্বাভাবিক | সারাদিনের কাজ সেরে দুপুরে বা রাত্তিরে যখন শুতে আসতো, তখন গ্রামের পুকুর পাড়ের দৃশ্যগুলি ওর মনে পড়ত | অল্প বয়সী মেয়েরা, বউরা পুকুরে চান করে পাড়ে দাঁড়িয়ে কাপড় ছাড়ত আর ও লুকিয়ে লুকিয়ে দেখত | এসব ভাবতে ভাবতে ওর মধ্যে উত্তেজনার জোয়ার চলে আসতো | কিছুদিন যাবার পর গ্রামের স্মৃতিগুলি আসতে আসতে আবছা হয়ে আসতে লাগলো | এক আধ সময়তে অবচেতন মনেই ও অঞ্জলীকে এই ভাবে দ্যাখার কথা ভাবতো | ভাবলেই লজ্জা, উত্তেজনায় ওর কান মাথা গরম হয়ে উঠত | ছি, ছি – যার বাড়িতে ও থাকে, খায়, যিনি ওর ভরণ পোষণের ভার নিয়েছেন, তাকে নিয়ে এহেন অবৈধ ইচ্ছা ওর না আসাই উচিত | নিজের সংযম বজায় রেখে কুচিন্তা থেকে নিরস্ত হত, কিন্তু অবচেতন মনকে তো বাঁধনে বাঁধা যায়না | জানিনা, ঈশ্বর মন্টুর অবচেতন বাসনা জানতে পেরেছিলেন কিনা | Read more “কাজের ছেলের সাথে গোপন সম্পর্ক”
