বাহির মহল আর অন্দর মহল নিয়ে নিশাপুর রাজবাড়ী। ঠাকুর রায় মোহন চৌধুরি তেতাল্লিশের কোঠায় পা রেখেছেন। দুই রাণী – বড় দেবী শ্রীমতি কামিনী বালা (৩৯) আর ছোটো দেবী শ্রীমতি হৈমন্তী বালা (৩৬)।বড় দেবী রানী কামিনী বালা তিন কন্যা সন্তানের জননী। আর ছোট দেবী রানী হৈমন্তী বালা দুই কণ্যা সন্তানের জনণী।আরও আছেন রাজমাতা মহামায়া (৫৭)।
রাজা ঠাকুর ঋজু দেহি, লম্বা অত্যন্ত ব্যক্তিত্বময় চরিত্রের অধিকারী। এ বয়সেও রাজা ঠাকুর সপ্তাহে দু-একদিন জলসা বসান জলসা ঘরে – বাহির মহল থেকে দক্ষীনে দেয়ালে ঘেরা আলাদা এক মহলে। রাজা রায় মোহন চৌধুরিরনিজস্ব পছন্দের তিন বাঈজ়ী এ জলসার মধ্যমণি। ফিবছর বাঈজী পরিবর্তন হয়। যখনিউনি কোলকাতায় যান সেখান থেকে নতুন বাঈজী নিয়ে আসেন আর পুরোনো কাউকে বিদায়করে দেন। এসব বাঈজীদের থাকার জন্য আছে জলসা ঘরের সাথেই বাঈজী মহল। ওনারবেশীর ভাগ রাত কাটে এসব বাঈজীদের কারো ঘরে। আর বেশীরভাগ দিন কাটে বাহির মহলে। বিশেষ প্রাকৃতিক প্রয়োজনে মাসে দু-একবার অন্দরমহলে আসলেও ছোটো ঠাকুরাইনের ঘরেই রাত কাটান। বড় ঠাকুরাঈনের সাথে দেখা করারপ্রয়োজন হলে দিনের বেলা দেখা করে যান।
আজ থেকে ১১ বছর আগের কথা।
*********************************
রাজা রায় মোহন ইদানিং এক অস্থিরতায় ভুগছেন। রাজ্যের কাজ কারবারে মন বসাতে পারেন না। একটি প্রশ্ন ঘুরে ফিরে, শয়নে-স্বপনে বার বার হানা দিচ্ছে। বয়স বেড়ে চলেছে। একে একে পাঁচ রাজকন্যার পিতা হয়েছেন। কিন্তু এ রাজ্যভার ছেড়ে যাবেন কার হাতে? একজন রাজপুত্রর জন্য সারা রাজবাড়িতে যে হাহাকার চলছে। উত্তরাধিকারীর জন্য কান পাতলেই শোনা যায় রাজবাড়ীর অন্দরে অন্তরে বাতাসের মাতম। রাজমাতা মহামায়া ইদানীং রাজবংশের ভবিষ্যৎ চিন্তায় ছেলে রায় মোহনকে তৃত্বীয় বিয়ের জন্য চাপ দিচ্ছেন। আর চারিদিকে যোগ্য মেয়ে খোঁজার জন্য লোক লাগিয়ে রেখেছেন।
তবে বর্তমান দুই রানীদের কাছে থেকে পুত্র সন্তানের আশা এখনো ছেড়ে দেওয়া হয় নি। পুঁজো আর্চনা চলছে মন্দিরে মন্দিরে। ঠাকুরঘরে প্রসাদ যাচ্ছে হরহামেশা। মানত আর মানত বিভিন্ন দেবীর পদযুগলে। সবই শুধু একজন রাজপুত্রর আশায়। আর রাজা রায় মোহন বেশির ভাগ রাতই কাটান অন্দর মহলে কোন না কোনও রানির ঘরে। তবে চিরাচরিত ভাবে বেশির ভাগ রাতেই ছোটো দেবীর থাকে অগ্রাধিকার।
শ্রীমতী হৈমন্তী দেবী পচিশ ফাগুনের বহমান যুবতী। আর বড় রানী কামিনী বালা আটাশ পেরুনো দুর্বার যৌবনা। যে ঘরেই রাত কাটান রাজা বাহাদুর, রাতের আধার মদির হয়ে ওঠে দুরন্ত রতিকলায়।
এরকমই কোনো একরাতের ফসল হিসেবে তৃত্বিয় বারের মতো সন্তান-সম্ভবা হলেন ছোটো দেবী। দুমাস মাসিক বন্ধ থাকার পর ইদানিং তার নারী দেহে লক্ষনগুলো স্পষ্ট হয়ে উঠেছে। পেটে উঁচু উঁচু ভাব এসেছে, যে কোনো মেয়েলোকের চোক্ষে স্পষ্ট ধরা পড়বে।