আমি দোলনচাঁপা সরকার। আজ আমার বয়স এখন ষাট পেরিয়ে বার্দ্ধক্যের পথে।আজ আমি বুড়িমাগী,একদিন আমারও রূপ ছিল, ভরা যৌবন ছিল,মধু ছিল মৌচাকে,মৌমাছির আনাগোনা ছিল।আজ আমি বড় একা,আমার নিজের ছেলে থাকলেও অনেকদুরে।সহায় সম্বলহীন পুরানো স্মৃতির জাবর কাটতে কাটতে একদিন খসে পড়বে জির্ণ বৃন্ত চাঁপা ফুলের মত এ জীবন। তার আগে অভাগীর কিছু কথা শোনাতে চাই আপনাদের–না, সহানুভুতির জন্য নয়।কৃতকর্মের প্রায়শ্চিত্ত বলতে পারেন।আমার এই পরিনতির জন্য কাউকে দায়ী করতে চাই না,আমি নিজেই দায়ী।বাবা কত বুঝিয়েছে মা কান্নাকাটি করেছে কোনো কিছুতেই কিছু হয়নি,আমাকে ভুতে পেয়েছিল তখন।বাবার কথা বড় বেশি করে মনে পড়ে আজ।বাবা বলতেন,জীবন বড় মূল্যবান,জীবন নিয়ে ছিনিমিনি খেললে তার খেসারত দিতে হয়।ভাবছেন সেইসব পুরানো কথা আজ বললে তো সেই জীবনকে ফিরে পাওয়া যাবে না।জানি,তবু যদি আমার কথা শুনে একজনও যদি কিছু শেখে সেই আমার পরম শান্তি।